করোনাভাইরাসে আক্রান্ত ইরানের এ্যাথলেট এহসান হাদাদির জন্যে প্রার্থনা
পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০

ওয়ার্ল্ড এ্যাথলেটিকস’এর গভর্নিং বডি টুইটে এহসানের রোগমুক্তি কামনা করে জানিয়েছে ডিসকাস থ্রোয়ার করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই ফের ক্রীড়াঙ্গনে ফিরে আসবে। আমরা তার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি। মেহর
ইরানের এ্যাথলেটিকস ফেডারেশনের মেডিকেল কমিটির প্রধান ড. আশকান অরদিবেহেশত জানান এহসান হাদাদি তার ঘরেই কোয়ারেন্টাইনে আছেন। তাকে সার্বক্ষণিক নজরে রাখছেন চিকিৎসকরা এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। ইরানের প্রথম এ্যাথলেট হিসেবে এহসান হাদাদি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক পান। ৩৫ বছর বয়সী এই এ্যাথলেট এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৬টি স্বর্ণপদক ও এশিয়ান গেমসে ৫টি স্বর্ণপদক পেয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়ে তিনি তেহরান ফিরে আসার পর করোনাভাইরাসে আক্রান্ত হন।