করোনাভাইরাসের ওপর চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে ইরান
পোস্ট হয়েছে: মে ১২, ২০২০

করোনা ভাইরাস মহামারির ওপর আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে তেহরানে। ইভেন্টটির একজন আয়োজক কর্মকর্তা জানিয়েছেন, ‘ওয়ান মিনিট কোয়ারেন্টাইন’ স্লোগানে আন্তর্জাতিক উৎসবটি আয়োজন করা হবে।
চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কোয়ারেন্টাইন থাকা অবস্থায় বিশ্বের মানুষ যে অভিজ্ঞতা লাভ করেছে তা ভাগাভাগি করা।
রোববার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২ লাখ ৮০ হাজারের অধিক মানুষ মারা গেছে। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪০ লক্ষাধিক এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ মানুষ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।