শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনাভাইরাসের অতিরিক্ত পণ্য রপ্তানিতে সম্মত ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়

পোস্ট হয়েছে: মে ৭, ২০২০ 

news-image

করোনাভাইরাস মোকাবেলায় ইরানের তৈরি পণ্যসামগ্রীর অতিরিক্ত অংশ বিদেশে রপ্তানি করার বিষয়ে সম্মতি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এতে বলা হয়, দেশীয়ভাবে যেসব করোনা পণ্য প্রয়োজন নেই তা রপ্তানি করা হবে।

বৈঠকে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মেডিকেল সরঞ্জাম সরবরাহ ও মজুদের প্রয়োজনীয় আদেশ দেন এবং দেশের চাহিদার অতিরিক্ত পণ্যসামগ্রী রপ্তানির নির্দেশ দেন।

উল্লেখ্য, ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো করোনাভাইরাসের চিকিৎসায় বিপুল সংখ্যক সরঞ্জাম উৎপাদন করেছে। দেশটি এসব পণ্য এখন রপ্তানিতে সক্ষম। ইরানের তৈরি সরঞ্জামের মধ্যে রয়েছে- আইসিইউ ও সিসিইউ সরঞ্জাম, সিটি-স্ক্যান মেশিন, করোনাভাইরাস শনাক্তকরণ কিট ও জীবাণুনশক। এছাড়া দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো দিনে ৬০ লাখ মাস্ক তৈরি করে। সূত্র: মেহর নিউজ এজন্সি।