কম্প্রেসার স্টেশনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২৩

ইরানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (আইজিটিসি) ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, তার দেশ এখন পর্যন্ত গ্যাস কম্প্রেসার স্টেশনের ৭৫০টি প্রধান যন্ত্রাংশ তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে।গোলাম-আব্বাস হোসেইনি এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। আইজিটিসির সাথে জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলির সহযোগিতার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আরও ৪৫০টি যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই ধরনের গ্যাস টারবাইন তৈরিতেও দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ইরানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি দেশীয় সরঞ্জাম এবং পণ্যের সর্বোত্তম ব্যবহার করছে। সূত্র: মেহর নিউজ।