কমান্ডার সোলাইমানিকে নিয়ে মোবাইল গেম
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২১

ইরানে কমান্ডার কাসেম সোলাইমানির নেতৃত্বে আকাশ পথে ড্রোন লড়াই নিয়ে বানানো হলো মোবাইল গেম ‘শ্যাডো অব রিভেঞ্জ’। ইরানের কম্পিউটার গেম উদ্ভাবন এবং অগ্রগতি কেন্দ্র রাইমন মিডিয়া কোম্পানি গেমটি তৈরি করেছে। আগামী ৪ জানুয়ারি এটি ছাড়া হবে।
গেমটি শহীদ সোলাইমানির নাম ও স্মৃতি বাঁচিয়ে রাখতে সহায়তা করবে। সেলফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গেমটি ইনস্টল করা যাবে। জেনারেল সোলাইমানি গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। সূত্র: তেহরান টাইমস।