কমসটেক পুরস্কার পেলেন দুই ইরানি গবেষক
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4052704-1.jpg)
ইসলামিক ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস (আইএএস) এবং ওআইসি স্ট্যান্ডিং মিনিস্টারিয়াল কমিটি অন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (কমসটেক) সম্মানসূচক পুরস্কার লাভ করেছেন দুই ইরানি গবেষক।
বৃহস্পতিবার নয়টি বিভাগে ২০২১ সালের দ্বিবার্ষিক কমসটেক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বছর জীববিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে আজীবন কৃতিত্ব পুরস্কার প্রদান করা হয়। খবর বার্তা সংস্থা ইসনার। তেহরান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স ইনস্টিটিউটের আলি এ. মুসাভি-মোভাহাদি রসায়নে কমসটেক আজীবন কৃতিত্ব পুরস্কার জিতেছেন। সেরা বৈজ্ঞানিক বইয়ের পুরস্কার জিতেছেন শিরাজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইসমাইল ঘাভানলু। কমসটেক ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক কার্যনির্বাহী স্থায়ী কমিটি। প্রতি দুই বছর পর এই পুরস্কার দেওয়া হয়। ১৯৮১ সাল থেকে পুরস্কারটি দেওয়া হয়। দ্বিবার্ষিকভাবে পর্যায়ক্রমে চারটি মৌলিক বিজ্ঞানে এই পুরস্কার দেওয়া হয়। তা হলো জীববিজ্ঞান ও রসায়ন এবং গণিত ও পদার্থবিদ্যা। সূত্র: তেহরান টাইমস।