‘কনজুমার সোসাইটি’ প্রকাশ হল ফারসিতে
পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১

ফরাসি সমাজবিদ ও সংস্কৃতি তাত্ত্বিক জিয়ান বাউড্রিলার্ড’এর ‘দি কনজুমার সোসাইটি : মিথস এন্ড স্ট্রাকচার’ বইটি ফারসি ভাষায় প্রকাশ হয়েছে ইরানে। পিরুজ ইজাদি বইটির অনুবাদ করেছেন। বইটির বিষয়বস্তু হচ্ছে আধুনিক সংস্কৃতিতে গ্রাহক বা ভোক্তার সংজ্ঞা ও প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত। ১৯৭০ সালে বইটি সর্বপ্রথম প্রকাশ হয়। সমসাময়িক সংস্কৃতিতে যে ভোক্তা গ্রাস করার প্রক্রিয়া চলমান তার প্রথম প্রকাশ বইতে তুলে ধরা হয়েছিল। উৎপাদন প্রক্রিয়া, প্রবৃদ্ধি, ভোক্তাদের চাহিদা ও এ নিয়ে সামাজিক তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে বইতে। বইটি জিয়ানকে বিপুল খ্যাতি এনে দেয়। মার্কসবাদ ও প্রাতিষ্ঠানিক সমাজতত্ত্ব থেকে বাউড্রিলার্ড যখন দূরে সরে যাচ্ছিলেন তখন তিনি বইটি রচনা করেন। তবে তার এ বইটি তার পরের লেখনির চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল।
বইটি ইংরেজিতে অনুবাদ হয় ১৯৯৮ সালে। ক্রিস টার্নার এটির অনুবাদ করেন। জিয়ান এখনও সংস্কৃতি ও সমাজে তত্ত্ব ব্যবহারের সন্ধানের কাজটি চালিয়ে যাচ্ছেন। সুতরাং পাঠক তার বইটিতে গণমাধ্যম সংস্কৃতি সম্পর্কে তার সর্বাধিক সংগঠিত আলোচনা, একটি সমৃদ্ধ সমাজে অবসর এবং এর অর্থ খুঁজে পাবেন। তেহরান টাইমস