রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কক্ষপথে পাঠানো হবে শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৩ 

news-image

ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান ঘোষণা করেছেন, জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলির অংশগ্রহণে শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জের নির্মাণ কাজ বাস্তবায়িত হবে।ইরানের মহাকাশ সংস্থা এই বিশিষ্ট শহীদকে সম্মান জানাতে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাকাশ প্রকল্পের নামকরণ করেছে। হোসেইন দালিরিয়ান মঙ্গলবার টুইট করে এই তথ্য জানিয়েছেন।দালিরিয়ান বলেন, ইরানি স্পেস এজেন্সি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির অংশগ্রহণে শহীদ সোলাইমানি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে।তিনি এই প্রকল্প বাস্তবায়নে অংশ নেওয়ার জন্য জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলিকেও আহ্বান জানান।শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ ভবিষ্যতে দেশের জন্য একটি মৌলিক অবকাঠামো হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সূত্র: মেহর নিউজ।