কক্ষপথে গেল ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট
পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/04/3432627.jpg)
কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রথম সামরিক স্যাটেলাইট। বুধবার সকালে নুর-১ স্যাটেলাইটটি উৎক্ষেণ করা হয়। কক্ষপথে ৪২৫ কিলোমিটার উচ্চতায় এটি স্থাপন করা হয়।
নুর-১ কক্ষপথে পাঠানো ইরানের প্রথম কোনো সামরিক স্যাটেলাইট। দেশীয়ভাবে তৈরি কাসাদ (বার্তা বাহক) লাঞ্চার দিয়ে এটি উৎক্ষেপণ করা হয়। আইআরজিসির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো। সূত্র: মেহের নিউজ এজেন্সি।