শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়েলসকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো ইরান; সর্বত্র বিজয় উল্লাস

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০২২ 

news-image

ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। চলতি বিশ্বকাপে এটি ছিল ইরানের দ্বিতীয় ‍ম্যাচ।

নব্বই মিনিটের বেশি সময় ধরে একের পর এক গোলের চেষ্টা করে গেছে ইরান, কিন্তু বারবারই নানাভাবে ব্যর্থ হয়েছে। কোনোটি পোস্টে লেগে ফিরেছে, কোনোটি অফসাইডে বাতিল। কিন্তু সব রোমাঞ্চ জমা হয়েছিল যেন শেষমুহূর্তের জন্য। যোগ করা সময়ে ওয়েলসের জালে ঝড় তোলে ইরান, তিন মিনিটের ব্যবধানে আসে ২ গোল। ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচ শেষ মুহূর্তের নাটকীয়তায় সমাপ্ত হয় ইরানের অনুকূলে। তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেন রুজবে চেশমি ও রামিন রেজায়িয়ান।

এই জয়ে শেষ ষোলোয় ওঠার আশা বেড়ে গেল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে। আহমেদ আলী বিন স্টেডিয়ামের ম্যাচটি দুই দলের জন্যই ছিল ঘুরে দাঁড়ানোর। ওয়েলস তাদের প্রথম ম্যাচে গ্যারেথ বেলের পেনাল্টি গোলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। আর ইরান ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে পরাজিত হয়েছে প্রথম ম্যাচে। শেষ ষোলোর আশা টিকিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয় দরকার ছিল দুই দলেরই।মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামি প্রজাতন্ত্র ইরান মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।

আজকের বিজয়ের পর ইরানজুড়ে উল্লাস করেছে জনতা। রাজধানী তেহরানসহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ করেন। অনেকের হাতে ছিল ইসলামি ইরানের জাতীয় পতাকা। এই পতাকায় লেখা ছিল ‘আল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। পার্সটুডে/