রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড লিগে তিন সোনার মেডেল জিতল ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০১৭ 

news-image

২০১৭ ওয়ার্ল্ড লিগ গেমসে দারুণ পারফরমেন্স দেখিয়েছে ইরানের কারাতে টিম। প্রশংসনীয় খেলা উপহার দিয়ে ঘরে তুলেছে তিন-তিনটি সোনার মেডেল।ওয়ার্ল্ড লিগ গেমসের এবারের আসর বসে তুরস্কের ইস্তান্বুলে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের ৮৫টি দেশের মোট ১ হাজার ২৬২ জন কারাতে অংশ নেয়।

কারাতে প্রতিযোগিতায় ইরানের ফাতেমেহ চালাকি ৫৫ কেজি ওজনশ্রেণিতে, হামুন দেরাফশিপুর ৬৭ কেজি ওজনশ্রেণিতে ও বাহমান আসগারি ৭৫ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন।

এছাড়া ইরানের অপর অ্যাথলেট আলি ফাদাকার ৮৫ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জপদক লাভ করেছন।

সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।