বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ৬ পদক জিতে ইরান বিশ্বে দ্বিতীয়

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২১ 

news-image

ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের শেষ দিনে গ্রেকো রোমান কুস্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান আরও দু’টি স্বর্ণপদক লাভ করেছে। নরওয়ের রাজধানী অসলোতে  রোববার মোহাম্মাদ রেজা গেরায়ী ৬৭ কেজি ওজনশ্রেণিতে এবং মেইসাম দেলখানি ৬৩ কেজি ওজনশ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী মোহাম্মাদ রেজা গেরায়ী রোববার রাশিয়ান কুস্তিগীর নাজির আব্দুল্লায়েভকে ৫-২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন।

মোহাম্মাদ রেজা গেরয়ী সদ্য সমাপ্ত অসলো কুস্তি প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আজারবাইজানের কুস্তিগীর হাসরাত জাফারফকে ১১-০ পয়েন্টে পরাজিত করেন। এরপর সেমিফাইনালে তিনি বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জর্জিয় কুস্তিগীর রামাজ জোভিডজেকে ৭-৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে উন্নীত হন।

এদিকে, রোববার গ্রেকো রোমান কুস্তির ৬৩ কেজি বিভাগে জর্জিয়ার লারি আবোলাডজেকে ৫-৪ পয়েন্টে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ইরানি কুস্তিগীর মেইসাম দেলখানি।

ইরানের মোহাম্মাদ রেজা গেরায়ী রোববার রাশিয়ান কুস্তিগীর নাজির আব্দুল্লায়েভকে ৫-২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন।

এর আগে  শনিবার  ৯৭ কেজি ওজন বিভাগে মোহাম্মাদ হাদি সারভি এবং ১৩০ কেজি ওজন বিভাগে আলী আকবার ইউসুফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া, শুক্রবার গ্রেকো রোমান কুস্তিতে ইরানি কুস্তিগির মোহাম্মাদ আলী গেরায়ি ৭৭ কেজি ওজন বিভাগে এবং পেজমান পুশতাম ৮২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন। এর ফলে এবারে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে গ্রেকো রোমান কুস্তিতে ১৪৬ পয়েন্ট পেয়ে ইরান বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করল। ১৫২ পয়েন্ট নিয়ে রাশিয়া শীর্ষ স্থান দখল করেছে।এর আগে ফ্রি-স্টাইল কুস্তিতেও তিনটি সোনাসহ ছয়টি পদক পেয়ে ইরানে বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে।পার্সটুডে