ওয়ার্ল্ড টেনিস ট্যুরে চ্যাম্পিয়ন ইরানের আলজাহরা
পোস্ট হয়েছে: মে ২৬, ২০২১

শিরাজ আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ইরানি নারী টেনিস খেলোয়াড় মেশকাত আল-জাহরা সাফি। টুর্নামেন্টের জে-ফোর নারী ক্যাটাগরিতে তিনি প্রথম স্থান অধিকার করেন।
ইরানের শিরাজে ফিউচারস ক্লাবে শনিবার টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাফি তুর্কি টেনিস খেলোয়াড় পোলাতকে টানা দুই সেটে ৬-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
টেনিস টুর্নামেন্টে ইরানি নারী মান্দেগার ফারজামি ও পারনিয়া রোকনাবাদি তৃতীয় স্থান লাভ করেন। এতে ৯ দেশের ১১২জন খেলোয়াড় অংশ নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।