শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড গেমে সোনাসহ পাঁচ মেডেল জিতলো ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭ 

news-image

পোল্যান্ডে অনুষ্ঠিত ‘২০১৭ ওয়ার্ল্ড গেমে’ একটি সোনার ও চারটি রুপার মেডেলসহ পাঁচটি পদক জিতেছে ইরানের পাঁচ সদস্যের কারাতে টিম। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইরনা।

ইরানের জাবিহোল্লাহ পুরশেইব জাপানের প্রতিপক্ষ রাইয়ুতারো অরগাকে পরাজিত করে সোনার পদক জয় করেছন। টুর্নামেন্টের ৮৪ কেজি ওজন-শ্রেণিতে অংশ নিয়ে তাকে পরাজিত করেন তিনি। এ নিয়ে অরগাকে পরপর সাত ম্যাচে হারালেন তিনি।

এর আগে পুরশেইব ২০১০ এশিয়ান গেমসের ৮৪ কেজি ওজন-শ্রেণিতে সোনা জিতেছিলেন। এছাড়া ২০১৬ বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জপদক জয় করেন তিনি।

অন্যদিকে, ইরানের আলি-আসকার আসিয়াবারি মাইনাস ৭৫ কেজি ওজন শ্রেণিতে, সাজ্জাদ গানজাদেহ ৮৪ কেজি ওজন শ্রেণিতে, আমির মাহদি মাহদিজাদেহ মাইনাস ৬০ কেজি ওজন শ্রেণিতে এবং নারীদে ৬৮ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে হামিদেহ আব্বাস-আলী রৌপ্যপদক জয় করেছেন। সূত্র: ইরান ডেইলি।