মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড কুরাশ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০১৯ 

news-image

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০১৯ ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে ইরানি অ্যাথলেটরা। বুধবার ইভেন্টের তৃতীয় দিনে দুটি রৌপ্যপদক জিতে তৃতীয় স্থানে পৌঁছে যায় তারা। এদিন ফাইনাল বাউটে পুরুষদের ১শ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইরানের হামেদ রাশিদি। তিনি উজবেকিস্তানের  প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে রৌপ্যপদক ঘরে তোলেন। 

এরআগে ফাইনালে পৌঁছতে উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার যোদ্ধাদের পরাজিত করেন রাশিদি। ১শ কেজির ফাইনালে ইরানের পক্ষে চতুর্থ রৌপ্যপদক লাভ করেন জাফর পাহলাভানি। তিনিও উজবেকিস্তানের প্রতিপক্ষদের কাছে পরাজিত হন। এর আগে ফাইনালে পৌঁছার আগে তিনি ভিয়েতনাম ও থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হন। 
মঙ্গলবার ইরানি যোদ্ধা ইলিয়াস আলি আকবারি ও অমিদ তিজতাক দুটি রৌপ্যপদক জয় করেন। 

ফাইনাল বাউট শেষে ওয়ার্ল্ড কুরাশ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে উজবেকিস্তান এবং রানার্স-আপ হয়েছে জাপান। আর চারটি রৌপ্যপদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।