বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ওরাল করোনা টিকা তৈরিতে কাজ করছে ইরানি কোম্পানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০২১ 

news-image

ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ওরাল ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন ভাতানপুর এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিষ্ক্রিয় ভাইরাস থেকে বানানো টিকা যখন ভাইরাসের সম্মুখীন হয় তখন শরীরে অ্যান্টিবডি তৈরি করে। ভ্যাকসিন তৈরির জন্য এমআরএনএ, ডিএনএ অথবা প্রোটেন-ভিত্তিক সাবুনিট টিকাসহ অন্যান্য কয়েকটি প্লাটফর্ম রয়েছে।

ভাতানপুর জানান, বর্তমানে ১৬টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি সব ধরনের টিকা প্লাটফর্ম নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি কোম্পানি ডিএনএ ভিত্তিক টিকা উৎপাদনে সক্রিয় এবং তিনটি এমআরএনএ-ভিত্তিক টিকা তৈরিতে কাজ করছে। অন্য দুটি কোম্পানি সাবুনিট ভ্যাকসিন বানানোর পরিকল্পনা করছে এবং সাতটি কোম্পানি ক্ষয়িত ভাইরাস থেকে টিকা বানানোর চেষ্টা করছে। অন্যদিকে ওরাল ভ্যাকসিন বানাতে কাজ করছে একটি কোম্পানি। সূত্র: তেহরান টাইমস।