শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়েস্ট এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২৪ 

news-image

ইরাকের বসরায় অনুষ্ঠিত পঞ্চম পশ্চিম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০টি রঙিন পদক জিতে ইরানের অ্যাথলেটিক্স দল চ্যাম্পিয়ন হয়েছে।পুরুষ ও নারীদের পঞ্চম পশ্চিম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইরান ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ সহ মোট ৪০টি পদক নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

ইরানের নারী ক্রীড়াবিদরা পুরুষদের ছাড়িয়ে গেছে। নারীরা ১৭টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছে। অন্যদিকে, পুরুষরা ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ জিতেছে।

ইরাক ও কাতার যথাক্রমে ৩৯ ও ১২টি পদক নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।আয়োজক দেশের পাশাপাশি, ইরাক, আরও তেরোটি দেশ—কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া এবং ইরান—৪৮টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পুরুষ ও নারীদের জন্য পঞ্চম পশ্চিম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইরাকের বসরার স্পোর্টস সিটিতে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ