ওয়েলস উৎসবে ‘দ্য সি’ সেরা কম বাজেটের চলচ্চিত্র মনোনীত
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/09/4658893.jpg)
সাহরা রামেজানিয়ান পরিচালিত এবং লেখা ইরানি শর্ট ফিল্ম ‘দ্য সি’ ওয়েলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৩-এর ৭ম আসরে সেরা কম বাজেটের চলচ্চিত্রের জন্য মনোনয়ন লাভ করেছে।
এনিয়ে ২৪তম আন্তর্জাতিক কোনো উৎসবে অংশ নিচ্ছে ‘দ্য সি।’ এর আগে চলচ্চিত্রটি মাদ্রিদ ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ টুইন রিভার মাল্টিমিডিয়া ফেস্টিভাল এবং যুক্তরাজ্যের লন্ডন শর্ট ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করে।
বার্ষিক ওয়েলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (ওয়েলসআইএফএফ) এর সপ্তম আসর স্পার্কফেস্ট প্ল্যাটফর্মে ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ