শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়েবমেট্রিক্স বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৪০ ইরানি বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২৩ 

news-image

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিগুলোর ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং ২০২৩-এর দ্বিতীয় সংস্করণে বিশ্বব্যাপী ৩০ হাজারটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৪০টি ইরানি প্রতিষ্ঠান রয়েছে। তেহরান ইউনিভার্সিটি বিশ্বে ৩০৫তম স্থানে রয়েছে এবং তালিকায় ইরানের প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে। এরপরে রয়েছে যথাক্রমে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স, শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স, ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাশহাদ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, ফেরদৌসি ইউনিভার্সিটি অফ মাশহাদ এবং ইরান মেডিকেল সায়েন্স।

ওয়েবমেট্রিক্স হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং সিস্টেম। বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়নের জন্য সূচকগুলির সমন্বয় করে এই র‌্যাঙ্ক প্রকাশ করা হয়। সূত্র: তেহরান টাইমস