শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড লিগে সোনা জিতলো ইরানি কারাতে খেলোয়াড়

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০২৩ 

news-image
ইরানের সালেহ আবজারি পর্তুগালে ২০২৩ কারাতে ১-সিরিজে স্বর্ণপদক জিততে সক্ষম হয়েছেন।আবজারী সাজ্জাদ +৮৪ কেজি ওজন বিভাগে গঞ্জজাদেহকে ৬-২ ব্যবধানে পরাজিত করেন এবং এই ওজন বিভাগে প্রথম স্থান অধিকার করেন।
পর্তুগালের ২০২৩ কারাতে ১-সিরিজ পর্তুগালের মাতোসিনহোস শহরে ৭২টি দেশের ১০০৩ কারাতে খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ