ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন ইরানের বিখ্যাত সুরকার আলিজাদেহ
পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/05/2471448-1.jpg)
এশিয়া ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন ইরানের বিখ্যাত সুরকার হোসেইন আলিজাদেহ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওয়ার্ল্ড মিউজিক সেন্টার প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি আলিজাদেহকে ২০১৬ সালের ডিসেম্বরে বিশেষ সম্মাননা দিয়েছিল।
গত বৃহস্পতিবার এই পুরস্কার দেয়া হয়। আলিজাদেহ এর পক্ষে সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান তাহেরিয়ান পুরস্কারটি গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনটির পরিচালক কাং সুন-দায়ে। পুরস্কার হিসেবে একটি ফলক ও নগদ ১০ হাজার মার্কিন ডলার দেয়া হয়।
বৃহস্পতিবার প্রকাশিত এক চিঠিতে আলিজাদেহ অ্যাওয়ার্ডের আয়োজকদের কৃতজ্ঞতা জানান। ২০১৪ সালে প্রথমবারের মতো ফরাসি বংশোদ্ভূত মার্কিন বাদ্যশিল্পী ইয়ো-ইয়ো মা’কে এই পুরস্কার দেয়া হয়।
আললিজাদেহ তার সহকর্মী ইরানি কিংবদন্তি গায়ক মোহাম্মাদরেজা শাজারিয়ান ও আরমেনিয়ার দিজিভান গ্যাসপারিয়ানসহ অসংখ্য শীর্ষ ইরানি আন্তর্জাতিক মিউজিসিয়ানের সঙ্গে কাজ করেছেন।
সূত্র: তেহরান টাইমস।