সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড বিচ গেমসে ইরানি ফুটবল দলের ব্রোঞ্জপদক জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০১৯ 

news-image

কাতারে আয়োজিত ওয়ার্ল্ড বিচ গেমস ২০১৯ এ ইরানের পুরুষ জাতীয় ফুলবল দল ব্রোঞ্জপদক জয় করেছে।বুধবার কাতারের কাটারা বিচে প্রতিপক্ষ ইতালিকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতে নেয় ইরানের পুরুষ জাতীয় ফুটবল দল। খেলা প্রথমে ৫-৫ গোলে ড্র হলেও পরে প্যানাল্টিতে ৩-১ গোলে ইতালিকে হারায় ইরানের ফুটবল দল। কাতারে গত বুবধার অনুষ্ঠিত এই গেমসে ইরান  কুস্তিতে একটি স্বর্ণ এবং কারাতে কাটারে একটি রৌপ্য জয় করেছে। গত রোববার কাতারের দোহারে এসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির অধীনে শুরু হয় ওয়ার্ল্ড বিচ গেম ২০১৯। ১৪টি বিষয়ে বিশ্বের ৯৭টি দেশের ১২৪০ জন অ্যাথলেট এই গেমসে অংশগ্রহণ করবেন।মেহর নিউজ।