ওমিক্রনের বিরুদ্ধে ইরানের তৈরি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২২

করোনাভাইরাসের ওমিক্রন স্ট্রেনের বিরুদ্ধে ইরানের তৈরি প্রথম দেশীয় টিকা হিসেবে ‘কোভিরান প্লাস’ এর মানব পর্যায়ে পরীক্ষা শুরু হয়েছে। ২১০ জন স্বেচ্ছাসেবককে ইনজেকশন দেওয়ার মাধ্যমে এই ট্রায়াল সম্পন্ন হবে। কোভিড-১৯ এর জাতীয় বৈজ্ঞানিক কমিটির সদস্য মিনু মোহরাজ এই তথ্য জানিয়েছেন।
ট্রায়ালে ৭০ জনের তিনটি গ্রুপকে টিকা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কোভিরান প্লাস ১৪০ জন স্বেচ্ছাসেবককে দেওয়া হবে যারা কোভিরান বা সিনোফার্মের প্রথম দুই ডোজ টিকা পেয়েছে এবং ৭০ জনকে কোভিরান টিকা দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রায়ালের ফলাফল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।সূত্র: তেহরান টাইমস।