শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওমান উপসাগরে পেট্রো-শোধনাগার নির্মাণ করছে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০১৯ 

news-image

ওমান উপসাগর তীরবর্তী এলাকার জাস্ক দ্বীপে একটি পেট্রো-শোধনাগার কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছে ইরান। শোধনাগার নির্মাণের কাজ করছে ইরানের ন্যাশনাল পেট্রো-ক্যামিক্যাল কোম্পানি (এনপিসি)। রোববার এনপিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।

এনপিসি প্রকল্প পরিচালক আলি মোহাম্মাদ বোসাকজাদেহর তথ্যমতে, দেশের জ্বালানি চাহিদার আংশিক সরবরাহ ও এই অঞ্চল থেকে তেলবহির্ভূত পণ্যসামগ্রীর রপ্তানি বাড়াতে কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।তিনি বলেন, কমপ্লেক্সটিতে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করা গেলে সেখানে গ্যাসোলিন, গ্যাস ওয়েল, জ্বালানি তেল, সালফার ও অন্যান্য উপজাত পণ্যসামগ্রী উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মনো-ইথিলিন গ্লাইকল ও অন্যান্য কয়েকটি পেট্রো-ক্যামিক্যাল পণ্য উৎপাদনও সম্ভব হবে।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির সহায়তায় কমপ্লেক্সটি নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ এই কমপ্লেক্সের নির্মাণ এই গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চলের রূপান্তরকরণে শীর্ষ ভূমিকা রাখবে। সূত্র: তেহরান টাইমস।