রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওমানে গাড়ি বানাবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০১৬ 

news-image

ইরান আগামী ২০১৭ সাল নাগাদ ওমানে গাড়ি তৈরি শুরু করবে। ওমানের সঙ্গে যৌথ উদ্যোগে এ গাড়ি তৈরি হবে এক বছরের মধ্যেই। ইরান খোদরো প্রথম পর্যায়ে ওমানে ১০ হাজার গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। দুই বছরে গাড়ি তৈরি হবে ২০ হাজার। ইরানের রফতানি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান সাইদ তাফাজোলি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওমানের রাজধানী মাস্কাটে আগামী মাসে একটি জরিপ শুরু হচ্ছে। গাড়ি উৎপাদনে যেতে এক বছরের বেশি সময় লাগবে না বলে জানান সাইদ তাফাজোলি। এজন্যে বিনিয়োগ করা হবে ২‘শ মিলিয়ন মার্কিন ডলার। ওমান ইনভেস্টমেন্ট ফান্ড ওই বিনিয়োগের ৬০ ভাগ, খোদরো কুড়ি ও বাকি কুড়িভাগ বহন করবে ওমানের একজন বিনিয়োগকারী।

ওমানে কুড়ি হাজার গাড়ি উৎপাদনের পর এর ৫ হাজার দেশটির বাজারে এবং বাকি ১৫ হাজার গাড়ি ইয়েমেন, সুদান, ইথোপিয়া, ইরিত্রিয়াসহ বিভিন্ন দেশে রফতানি করা হবে। ইরান ২০১১ সালে যে ১৬ লাখ গাড়ি তৈরি করে তার অর্ধেকই তৈরি করে খোদরো। ভেনিজুয়েলা, বেলারুশ, সেনেগাল, আজারবাইজান, সিরিয়া ও ইরাকে ইরানের গাড়ি রফতানি হয়ে থাকে।  সূত্র: প্রেস টিভি