সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওমানের বৃহত্তম বন্দরে ভিড়েছে ইরানের ৪৭তম নৌবহর

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

ইরানের কৌশলতগত ৪৭তম নৌবহর মঙ্গলবার ওমানের সবচেয়ে বড় বন্দর সালালাহে নোঙ্গর ফেলেছে। ইরানি নৌবাহিনীর এ বহরে বুশেহর ক্রুজার এবং আলবোর্জ ডেস্ট্রয়ার রয়েছে।

বহরটি ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেয়াসহ নৌ অভিযানের অন্যান্য লক্ষ্য মাত্রা অর্জন করেছে। ৪৭তম নৌবহরের ক্যাপ্টেন জাফর তাজাকোর এ তথ্য দিয়েছেন। তিনি জানান, সাগরে অভিযানের সময় এ বহর ১৭১৫টি বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারের চলাচলের ক্ষেত্রে সহায়তা দিয়েছে।

সালালাহ্‌ বন্দরটি ভারত মহাসাগরের উত্তর অংশের কাছাকাছি আরব সাগরের তীরে অবস্থিত। এশিয়া এবং ইউরোপের বাণিজ্য পথের কাছেই অবস্থিত এ বন্দর। -পার্সটুডে।