ওআইসিতে যে কোনো বিভেদকামী পদক্ষেপ অগ্রহণযোগ্য : প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৬

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র চলমান শীর্ষ বৈঠকে যে কোনো বিভেদকামী পদক্ষেপ হবে অগ্রহণযোগ্য।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে ওআইসি’র ১৩ তম শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন।
বিভেদকামী প্রচেষ্টার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ উস্কে দিতে পারে-এমন কোনো বার্তাই ইসলামি সহযোগিতা সংস্থার সম্মেলন থেকে আসা উচিত নয়। এ ধরনের বার্তা সম্পর্কে সংস্থাটির সদস্যদের ও মুসলিম উম্মাহর ঐকমত্য নেই এবং তা সংস্থাটির লক্ষের বিরোধী বলে অবৈধ বার্তা হিসেবে বিবেচিত হবে বলে রুহানি জানিয়ে দেন।
সৌদি সরকার ইসলামি সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকের খসড়া ইশতেহারে ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহবিরোধী কিছু বক্তব্য জুড়ে দেয়ার চেষ্টা করে। আর এরই প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
ওআইসি’র শীর্ষ বৈঠকের খসড়া ইশতেহারটি লেখা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে সৌদি বন্দর শহর জেদ্দায় ওআইসি’র বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে। রিয়াদ ইরানি প্রতিনিধিদের ভিসা না দেয়ায় সেই বৈঠকে তারা যোগ দিতে পারেননি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ওআইসি’র ইশতেহারে তেহরান ও লেবাননের হিজবুল্লাহবিরোধী বক্তব্য জুড়ে দেয়ার সৌদি প্রচেষ্টাকে ‘ধ্বংসাত্মক’ বলে নিন্দা জানিয়েছিলেন।
তিনি এ ধরনের কর্মকাণ্ডের পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের উদাহরণ টানেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় সাদ্দামও ওআইসিকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করত। কয়েকটি মুসলিম দেশ কেন সাদ্দামের ওই ব্যর্থ নীতির অনুসরণ করছে সে প্রশ্ন উত্থাপন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলন ১৪ই এপ্রিল বৃহস্পতিবার শুরু হয় এবং ১৫ই এপ্রিল শুক্রবার শেষ হয়। সূত্র: রেডিও তেহরান