এ বছর ইরানের প্রবৃদ্ধি হবে ৩.৮ শতাংশ : আইএমএফ
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি এক প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করছে, ২০১৮ সালে ইরানের মোট জাতীয় উৎপাদন তথা জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ। যা সংস্থাটির আগের বছরের ভবিষ্যদ্বাণীর তুলনায় বেশি।
আইএমএফের সর্বশেষ এই প্রতিবেদনে ইরানের অর্থনীতিতে অগ্রগতি দেখা যাচ্ছে। আগে আন্তর্জাতিক এই সংস্থাটি ঘোষণা দিয়েছিল, ২০১৭ সালে ইরানের জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে তিন শতাংশ। অর্থাৎ আইএমএফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আগের বছরের তুলনায় ২০১৮ সালে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।
সংস্থাটির ধারণা মতে, ২০১৮ সালে ইরানের মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়াবে ১০ দশমিক ১ শতাংশে, যা আগের বছরে ছিল ১০ দশমিক ৫ শতাংশ।
জানুয়ারির মাঝামাঝিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ‘সেন্ট্রাল ব্যাংক অব ইরান’ (সিবিআই) প্রকাশিত প্রতিবেদন মতে, চলতি ইরানি বছরের প্রথমার্ধে দেশটির আর্থিক প্রবৃদ্ধি হয়েছে সাড়ে চার শতাংশ। সূত্র: তেহরান টাইমস।