এয়ার বাস এল ইরানে
পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০১৬

ইরানের ওপর থেকে অবরোধ উঠে যাওয়ার পর দেশটির কিশ এয়ারলাইন্সের জন্যে এয়ার বাস এল। বুধবার ১৬ই মার্চ তের বছরের পুরোনো এ-৩২০ যাত্রীবাহী এয়ারবাসটি বুঝে নেন কিশ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সাদাত-আকাভি।এয়ারবাসটি চলবে ইরানের দক্ষিণাঞ্চলের পর্যটন এলাকায়।কিশ দ্বীপটি মুক্তবাজার অর্থনীতির আলোকে গড়ে ওঠা বাণিজ্যিক এলাকা এবং সেখানে কিশ এয়ার এই বিশাল এয়ারবাসটি যাত্রী আনা নেয়ায় ব্যবহার করবে। আগামী ২১ মে’র মধ্যে যে দুটি এয়ারবাস সরবরাহের কথা রয়েছে এটি তার প্রথমটি। খুব শিগগির দ্বিতীয় এয়ারবাসটি এসে পৌঁছাবে বলে বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন মোহাম্মদ আলী। আগামী এক বছরে কিশ এয়ারলাইন্স এধরনের আরো ১০টি সুপরিসর বিমান সংগ্রহ করবে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন