এয়ারবাস কোম্পানির নতুন বিমান হাতে পেল ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০১৭

অবশেষে ফ্রান্স থেকে এয়ারবাসের প্রথম চালান হিসেবে একটি বিমান পেয়েছে ইরান। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা সই হওয়ার পর তেহরান এ বিমান কিনল। ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের চেয়ারম্যান ফরহাদ পারভারেশ ফ্রান্সের তুলোসে শহরের কাছে কোলোমেয়ার্সে বুধবার এ-৩২১ মডেলের বিমানটি গ্রহণ করেন। এ বিমানে ১৮৯টি আসন রয়েছে। এয়ারবাসের কাছ থেকে ইরান যে ১০০ বিমান কেনার চুক্তি করেছে তারই অংশ হিসেবে বিমানটি পেল তেহরান। এসব বিমান কিনতে ইরানকে ১,৮০০ কোটি ডলার খরচ করতে হবে।
এয়ারবাস কোম্পানির বিমান গ্রহণ করে পারভারেশ বলেন, “আজ এ কোম্পানি এবং ইরান ও ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি মহান দিন।” তিনি জানান, ইরান এয়ার আশা করছে, ফার্সি নতুন বছর শুরুর মধ্যেই আরো অন্তত দুটি বিমান পাবে। সূত্র: পার্সটুডে