মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এস-২০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০১৬ 

news-image

এস-২০০ নামে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অংশগ্রহণে বেলায়াত আকাশ প্রহরী-৭ নামের সামরিক মহড়ার শেষ দিনে বুধবার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়।

তবে, এ ক্ষেপণাস্ত্রের পাল্লা কত কিলোমিটার এবং এর বৈশিষ্ট্য কী সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে সেনাবাহিনী এবং আইআরজিসি’র কমান্ডাররা বুশেহর শহরে জড়ো হন। মহড়ার শেষ দিনে কল্পিত শত্রুর বিমানের বিরুদ্ধে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মহড়ায় কল্পিত শত্রুর হানাদার ড্রোনবহরকে মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘনের এক সেকেন্ডের মধ্যেই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে, মহড়া এলাকা এড়িয়ে চলার জন্য ইরানি এবং বিদেশি বিমানগুলোকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল। তা সত্ত্বেও মহড়ার মধ্যেই বাইরের দেশের বিমানকে মহড়া এলাকা এড়িয়ে চলার জন্য কয়েকবার সতর্ক করতে হয়েছে। এর মধ্যে মার্কিন ড্রোন ও গোয়েন্দা বিমানকে কয়েকবার সতর্ক করা হয়।সূত্র: পার্সটুডে