এস্তোনিয়ায় টলইন ফিল্মফেস্টে যাচ্ছে ইরানের ‘হোয়েন দি মুন ওয়াজ ফুল’
পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০১৯

নারগেস অবইয়ার পরিচালিত ইরানের চলচ্চিত্র ‘হোয়েন দি মুন ওয়াজ ফুল’ এস্তোনিয়ায় ২৩তম টনইন ব্লাক নাইটস ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে। এটির চিত্রনাট্য লিখেছেন নারগেস অবইয়ার। এ চলচ্চিত্রটি আব্দুল-হামিদ রিগির একটি সত্যিকারের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেখানে দেখা যাবে আব্দুল-হামিদ রিগির ছোট ভাই আব্দুল-মালিক রিগি যিনি আবার জান্দাল্লাহ সন্ত্রাসী গ্রুপের নেতা এবং তিনি আবার বিয়ে করেছিলেন তেহরানের এক নারী ফায়েযেহ মানসুরিকে। আব্দুল-মালিক রিগি তার স্ত্রী ফায়েযেহ মানসুরিকে ইরান ছাড়তে বাধ্য করেন এবং পাকিস্তানে নিয়ে যান। পাকিস্তানে গিয়ে ফায়েযেহ আবিস্কার করেন যে তার স্বামী আদতে সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত। সংক্ষেপে এই হচ্ছে চলচ্চিত্রটির চিত্রনাট্যরুপ।
‘হোয়েন দি মুন ওয়াজ ফুল’ ইতিমধ্যে ইরানের সবচেয়ে বড় চলচ্চিত্র আসর ৩৭তম ফজর ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক, সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা (হোওতান সাকিবা), সেরা অভিনেত্রী ( এলনাজ সাকেরদোস্ত), সেরা সহ অভিনেত্রী (ফেরেস্তেহ সদর এরফায়ি) এবং সেরা মেক-আপ (ইমান ওমিদভারি)’এর পুরস্কারগুলো জিতে নিয়েছে। এস্তোনিয়ার রাজধানী টলইনে এ চলচ্চিত্রটি এখন প্রধান ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে। আগামী ১৫ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উত্তর ইউরোপে এ চলচ্চিত্র উৎসবটি বার্লিন, ভেনিস ও কানের মতই শীর্ষ চলচ্চিত্র প্রতিযোগিতার আসর হিসেবেই বিবেচিত। মেহর নিউজ।