এসসিও’র ট্রানজিট গেটওয়ে হয়ে উঠবে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২২

ইরান-চীন জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মাজিদরেজা হারিরি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ট্রানজিট গেটওয়ে হয়ে উঠবে।
রোববার বিকেলে ইরানি মিডিয়ার সাথে এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য কলেন। তিনি বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান ইরানকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পশ্চিম গেট হিসেবে বিবেচনা করার ভিত্তি তৈরি করেছে এবং এটি সদস্য দেশগুলির সাথে সংযোগ স্থাপনকারী একটি ট্রানজিট রুট হতে পারে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামরিক ও নিরাপত্তা লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা আটটি। সূত্র: মেহর নিউজ।