শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এসএ টিভিতে বিশ্বনন্দিত ইরানি ধারাবাহিক আসহাবে কাহ্‌ফ এর সম্প্রচার শুরু

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০১৭ 

news-image

বাংলাদেশের বেসরকারি চ্যানেল এসএ টিভিতে বুধবার থেকে সম্প্রচার শুরু হয়েছে বিশ্বনন্দিত ইরানি ধারাবাহিক আসহাবে কাহ্‌ফ। পবিত্র কুরআনের সূরা আল কাহ্‌ফ-এ বর্ণিত আসহাবে কাহ্‌ফ অর্থাৎ গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে এটি। ইরানি এ ধারাবাহিকটির প্রথম পর্ব আজ রাত ৮টা ৪০ মিনিটে দেখানো হয়েছে।

প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ দিন ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হবে।  ফার্সি ভাষায় এ ধারাবাহিকের নাম হচ্ছে ‘মার্দনে অনজেলুস’ যা ইংরেজিতে ‘The Men of Angelos’ নামে পরিচিত।

ইরানের খ্যাতিমান পরিচালক ফারাজুল্লাহ সালাহশুর ১৯৯৭ সালে এ ধারাবাহিকটি নির্মাণ করেন। একই পরিচালক ২০০৮ সালে সূরা ইউসুফ অবলম্বনে ইউসুফ পয়গম্বর সিরিয়ালটি নির্মাণ করেন যা এসএ টিভিতে ‘ইউসুফ-জুলেখা’ নামে সম্প্রচারিত হয়। মঙ্গলবার সম্প্রচার শেষ হওয়া সিরিয়ালটি বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে।