এশিয় যুব-কুস্তির গ্রেকো রোমান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৭

ইরানের জাতীয় যুব কুস্তি দল এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার গ্রেকো রোমান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। ইরানি যুব কুস্তিগিররা ৩টি স্বর্ণ-পদক, ৫টি রৌপ্য-পদক ও একটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই প্রতিযোগিতা শেষ হয়। আগের দিন এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।
এই প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে কাজাকিস্তান, কিরগিজিস্তান, ভারত ও দক্ষিণ কোরিয়া। ব্যাংককে আজ এশিয় যুব-কুস্তি প্রতিযোগিতার ফ্রি-স্টাইল বিভাগের খেলা শেষ হচ্ছে। সূত্র: পার্সটুডে।