এশিয়া প্যাসিফিক স্ক্রিনে সেরা অভিনেতা ইরানের মোহসেন
পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/10/3222950.jpg)
‘রোনা, আজিমস মাদার’ ছবিটির গল্প আজিম (মোহসেন তানাবানদেহ) নামে এক আফগান শরণার্থীকে কেন্দ্র করে এগিয়ে গেছে। যিনি ইরানের রাজধানী তেহরানে সপরিবারে বসবাস করেন এবং সেখানেই কাজ করেন। আজিম গোটা পরিবারে প্রধান। ভাইয়ের মধ্যে তিনি বড়, ফারুক নামে তার ছোট ভাই রয়েছে। পরিবারের প্রধান হিসেবে মাসহ ভাই ও তার পরিবারকে জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু শেষ মুহূর্তে লজ্জাজনকভাবে ফারুক বড় ভাই আজিমকে জানান, সঙ্গে তিনি তাদের মাকে নিয়ে যাবেন না। এতে আজিম একাকিত্ব বোধ করেন এবং প্রচণ্ড রাগান্বিত হোন। এদিকে দুর্ঘটনাবশত তার মায়ের একটি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। নতুবা তিনি দুমাসের মধ্যে মারা যাবেন বলে আশঙ্কা করা হয়। এমতাবস্থায় আজিমকে হয় নিজের জীবন নতুবা মায়ের জীবন যে কোনো একটি বেছে নিতে হয়ে।জমশিদ মাহমুদির ছবিটি ১৩তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে ইউনেসকোর পৃষ্ঠপোষকতায় কালচারাল ডাইভারসিটি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে। এরআগে ছবিটি ২৩তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে কিম জিসিওক অ্যাওয়ার্ড লাভ করে এবং সুইডেনে অনুষ্ঠিত ২০১৯ সামা ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র পুরস্কার জয় করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।