এশিয়া চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘রেজা’
পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৯

এশিয়া চলচ্চিত্র উৎসব বারসেলোনায় (এএফএফবিসিএন) সেরা ছবির খেতাব কুড়িয়েছে ইরানি ছবি ‘রেজা’। চলচ্চিত্রকার আলিরেজা মোতামেদির পরিচালিত ছবিটি উৎসবের এবারের ৭ম আসরের আনুষ্ঠানিক বিভাগ থেকে এই অ্যাওয়ার্ড লাভ করে। রোববার স্পেনিশ সিটি বারসেলোনাতে উৎসবের সেরা ছবি হওয়ার গৌরব অর্জন করে
‘রেজা’।
ছবিটি তৈরি করা হয়েছে ডিভোর্সপ্রাপ্ত একজন পুরুষকে নিয়ে। তার নাম রেজা। ডিভোর্সের পর সে নতুন জীবনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে। সে নতুন করে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে।
উৎসবের ডিসকভারি বিভাগে ‘ইনভ্যাশন’ ছবির জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড লাভ করেছেন ইরানি নির্মাতা শাহরাম মোকরি। অন্যদিকে প্যানোরামা বিভাগে চিত্রনাট্য অ্যাওয়ার্ড জিতেছেন ইরানি লেখক ও পরিচালক রুহোল্লাহ হেজাজি। তিনি ‘দ্যা ডার্ক রুম’ ছবির জন্য এই পুরস্কার লাভ করেন।
বেহরুজ গরিবপুরের ‘ওরদুকলি’, সোহেল মোবাফফাকের ‘পাস্তারিওনি’, হুমান সাইয়েদী রচিত ‘শিপল’, আলী ঝাকানের ‘ফার্স্ট অটোগ্রাফ অব রানা’ এবং মাজদাক মীরাবেদিনী ‘ফুটওয়ার্ক’ সহ ইরানের ১৪টি ছবি উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হয়। সূত্র: তেহরান টাইমস।