এশিয়া কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/02/3384714.jpg)
২০২০ এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করলো ইরানের গ্রেকো-রোমান দল। এশীয় কুস্তি প্রতিযোগিতায় ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ সহ মোট ৮টি মেডেল লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
এশিয়া কুস্তি চ্যাম্পিয়নশিপে মোট ১৯০ পয়েন্ট সংগ্রহ করে বুধবার ইরান শিরোপা ঘরে তুলে। উজবেকিস্তান ও কাজাখস্তান যথাক্রমে ১৪৬ ও ১৩৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।
ভারতের নয়া দিল্লিতে চললমান ২০২০ এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় ইরানের কুস্তিগীররা তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জয় করে।
ইরানের স্বর্ণজয়ী তিন কুস্তিগীর হলেন- আমিন ইয়াবার কাভিয়ানিনেজাদ (৭২ কেজি), মাহদি ইব্রাহিমি (৮২ কেজি), মোহাম্মদহাদি সরবি (৯৭ কেজি), পুয়া নাসেরপুর (৫৫ কেজি) এবং আমিন মিরজাদেহ (১৩০ কেজি)।
একমাত্র রৌপ্যটি জিতেন পেজম্যান পোস্টহাম (৭৭ কেজি)। অন্যদিকে মেহেদি মহসেননেজাদ (৬০ কেজি), হোসেইন আসাদি (৬৭ কেজি) এবং মাইসাম ডালখানি (৬৩ কেজি) প্রত্যেকেই ব্রোঞ্জপদক লাভ করেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।