এশিয়া ওয়ার্ল্ড কাপ হিরো ইরানের বেইরাভান্দ
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২০

এএফসির এশিয়ান ফিফা ওয়ার্ল্ড কাপ হিরো নির্বাচিত হয়েছেন ইরানের আন্তর্জাতিক গোলরক্ষক আলিরেজা বেইরভান্দ। এএফসি মনোনীত পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে তিনি এশিয়ান হিরো নির্বাচিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।
দ্যা-এএফসি ডটকম ওয়েবসাইটে পরিচালিত জরিপে সর্বোচ্চ ৬৮ শতাংশ ভোট পান ইরানি এই গোলরক্ষক। বেইরাভান্দ জাপানি কিংবদন্তি মিডফিল্ডার কেইসুকে হোন্দাকে পরাজিত করে সেরা নির্বাচিত হন। জরিপে হোন্দা পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট।
এশিয়া হিরোর সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় বেইরাভান্দের সাথে আরও প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার টিম কাহিলি, সৌদি আরবের সামি আল জাবের ও কোরিয়া প্রজাতন্ত্রের পার্ক জি-সাং।
গণভোটের ফলাফলের ভিত্তিতে বিজয়ীর নাম ঘোষণা করেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। সূত্র: তেহরান টাইমস।