বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া ওয়ার্ল্ড কাপ হিরোতে মনোনীত ইরানের বেইরাভান্দ

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

এএফসির এশিয়ান ওয়ার্ল্ড কাপ হিরোর জন্য মনোনীত হয়েছেন ইরানের আন্তর্জাতিক গোলরক্ষক আলিরেজা বেইরভান্দ। এএফসির পাঁচজনের মনোনয়ন তালিকায় তিনি স্থান পেয়েছেন। চূড়ান্ত মনোনয়ন পেলে এশিয়ান ওয়ার্ল্ড কাপ হিরো হওয়ার সৌভাগ্য লাভ করবেন তিনি।
 
এশিয়া হিরোর মনোনয়ন তালিকায় বেইরাভান্দের সাথে আরও রয়েছেন কোরিয়া প্রজাতন্ত্রের পার্ক জি-সাং, সৌদি আরবের সামি আল জাবের, অস্ট্রেলিয়ার টিম কাহিলি ও জাপানের কেইসুকে হোন্দা।

টিম মেল্লি ও পারসোপলিসের গোলরক্ষক বেইরাভান্দ গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এএফসির পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পান।  

গণভোটের ফলাফলের ভিত্তিতে বিজয়ীর নাম ঘোষণা করবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। ভক্তরা এখন থেকে দ্যা-এএফসি ডটকম ওয়েবসাইটে ঢুকে পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভোট দেওয়া যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।