এশিয়া ওশেনিয়া ইউ-২৩ হুইলচেয়ার বাস্কেটবলে খেলবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/01/2331473.jpg)
থাইল্যান্ডের ব্যাঙ্কককে জানুয়ারিতেই ২৩ তম এশিয়া ওশেনিয়া ইউ ২৩’ হুইলচেয়ার বাস্কেটবলে খেলবে ইরান। টুর্নামেন্টে প্রতিযোগি অন্য দেশগুলো হচ্ছে থাইল্যান্ড, অষ্ট্রেলিয়া, চীন, ভারত ও জাপান। আগামী জুনে এ টুর্নামেন্টের বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টোতে।
এধরনের বাস্কেটবলে ইরানের কোচ হাসান পালার প্যারালিম্পিক ডট আইআরকে বলেন, প্রতিযোগিতার জন্যে আমার দল ৯০ভাগ প্রস্তুত। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে ঐহিহ্যগতভাবে এধরনের বাস্কেটবলে অস্ট্রেলিয়া, ইরান ও জাপান ফেভারিট দল।
এর আগে চীনে গত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই টুর্নামেন্টে চীন জাপানকে হারায়। গত ডিসেম্বরে জাপানের কিতাকিউশু কাপে স্বাগতিক দেশ চমৎকার খেলে। সূত্র: তেহরান টাইমস