মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া অলিম্পিক বাছাইপর্বে ইরানি ফ্রিস্টাইলারদের দুই স্বর্ণ পদক

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২১ 

news-image

এশিয়ান অলিম্পিক বাছাইপর্বে দুটি স্বর্ণ ও একটি রোপার মেডেল জিতেছে ইরানের ফ্রিস্টাইল কুস্তিগীররা।

৯৭ কেজি ওজন-শ্রেণিতে মোহাম্মাদ হোসাইন মোহাম্মাদিয়ান ও ৭৪কেজি ওজন=শ্রেণিতে ইউনেস ইমামি স্বর্ণ পদক জয় করেন। অন্যদিকে, ৬৫ কেজিতে রোপার মেডেল জিতেন ইরানি কুস্তিগীর আমির মোহাম্মাদ ইয়াজদানি।

ইমামি উজবেকিস্তানের বেকজোতিকে হারিয়ে ও মোহাম্মাদিয়ান ৯৭ কেজিতে উজবেকিস্তানের মাগোমেদ ইব্রাগিমোভকে হারিয়ে শিরোপা ঘরে তোলেন। ইরানি এই তিন অ্যাথেলেট টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।