মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ায় প্রথম স্থান ধরে রাখলো ইরান ফুটসাল দল

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

এশিয়ায় র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রাখলো ইরানের ফুটসাল দল। বৃহস্পতিবার ফুটসাল ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র জানা গেছে।

ইরানের জাতীয় ফুটসল দল মোট ১ হাজার ৬০৩ পয়েন্ট নিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠতম এবং এশিয়ায় প্রথম অবস্থানে রয়েছে।  

ব্রাজিল, স্পেন ও আর্জেন্টিনা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

ইরানের জাতীয় ফুটসাল দলের এশিয়া ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার কথা রয়েছে। ২০২০ এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ তুর্কমেনিস্তানে আগামী আগস্টে শুরু হবে। বর্তমানে টুর্নামেন্টটি করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।