এশিয়ায় অঙ্গদানে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২০
অঙ্গদানের হারে এশিয়ার দেশগুলোর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিস্থাপন এবং রোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মেহদি শাদনুশ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইরানে অঙ্গদাতার সংখ্যা প্রতি দশ লাখ মানুষে ১৪ দশমিক ৩৪জন। ইরানের পরে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড।
শানদুশ বলেন, সর্বাধিক উন্নত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সুবিধা-সম্পন্ন অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে প্রতি দশ লাখে অঙ্গদানের হার ১০ দশমিক ৮ জন।
তিনি আরও জানান, এই তালিকায় দক্ষিণ কোরিয়া তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে প্রতি দশ লাখে অঙ্গদাতার সংখ্যা ৮ দশমিক ৬৮ জন। এরপর চতুর্থ থেকে দশম অবস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে তুরস্ক, কুয়েত, চীন, হংকং, সৌদি আরব, থাইল্যান্ড ও কাতার। অঙ্গ প্রতিস্থাপন প্রয়োজন এমন রোগীদের জীবন রক্ষায় ইরান শীর্ষস্থানে রয়েছে বলেও জানান শানদুশ। সূত্র: তেহরান টাইমস।