এশিয়ার সেরা সাইক্লিস্ট ইরানি নারী ফারানাক
পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/16_cyclist.jpg)
‘ইউনিয়ন সাইক্লিস্ট ইন্টারন্যাশনাল’ (ইউসিআই) এশিয়ার সেরা সাইক্লিস্ট হিসেবে ইরানি নারী ফারানাক পারতো-আজার নাম ঘোষণা করেছে। টানা দ্বিতীয় বছরের মতো সেরা সাইক্লিস্টদের তালিকায় এশিয়ায় শীর্ষ স্থান দখল করেছেন তিনি।
ক্রস কান্ট্রি সাইকেল প্রতিযোগিতায় ৩২১ পয়েন্ট অর্জন করে এশিয়ায় প্রথম স্থান দখল করেন নারী সাইক্লিস্ট ফারানাক পারতো-আজার। অন্যদিকে, আন্তর্জাতিক সাইক্লিং সংস্থার ইউসিআই এর এ তালিকায় বিশ্বের মধ্যে ৮৬তম স্থান দখল করেছেন তিনি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইরনা।
ফারানাক চলতি বছরের শুরুর দিকে চীনে এশীয় ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন। এর আগে তিনি ২০১৬ সালে তুরস্কে স্যালকানো ক্যাপপাডোসিয়া মঞ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং ইরানের সাইক্লিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেন। এসব বিজয়ের মধ্য দিয়ে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন ইরানের এই নারী সাইক্লিস্ট।
উল্লেখ্য, ক্রস-কান্ট্রি সাইক্লিং পর্বত সাইক্লিংয়ের একটি অতি সাধারণ ডিসিপ্লিন। ১৯৯৬ সালে এটি অলিম্পিক স্পোর্টসে অন্তর্ভুক্ত হয় এবং অলিম্পিকে পর্বত সাইক্লিংয়ে এটিই একমাত্র ধরন।
সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।