রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ার সেরা ফুটবলার মনোনয়ন তালিকায় চার ইরানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২০ 

news-image

এশিয়ার বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে চার ইরানি ফুটবল খেলোয়াড়। ফক্স নিউজ এশিয়ার দৃষ্টিতে এই চার ফুটবলারকে বর্ষসেরা হিসেবে মনোনীত করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফক্স স্পোর্টস নেটওয়ার্ক নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্টে এশিয়ার বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীতদের ওই তালিকা প্রকাশ করে।

মনোনয়ন তালিকায় স্থান পাওয়া চার ইরানি ফুটবলার হলেন, মেহেদি তারেমি (রিও অ্যাভে এবং পোর্তো), হোসেইন কানানিজাদেগান (পার্সেপোলিস), শোজার খলিলজাদেহ (পার্সেপোলিস এবং আল রায়ান) ও সরদার আজমুন (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

প্রকাশিত তালিকায় চার ইরানি ফুটবলারসহ মোট ২৪জন খেলোয়াড় স্থান পেয়েছেন। এতে জাপানের সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধির নাম রয়েছে। এরপর ইরান ও দক্ষিণ কোরিয়ার রয়েছে চার জন করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।