এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দুই ইরানি প্রতিষ্ঠান
পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২০

এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ইরানের দুটি বিশ্ববিদ্যালয়। ওয়েবওমেট্রিকস র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জুলাই ২০২০ সালের র্যাঙ্কিংয়ে এই চিত্র উঠে এসেছে।
এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬৫তম এবং বিশ্বে ৫৩৯তম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব তেহরান। পশ্চিম এশিয়ায় বিশ্ববিদ্যালয়টি রয়েছে ৭ম অবস্থানে।
মহাদেশীয় র্যাঙ্কিংয়ে শীর্ষ একশতে স্থান পাওয়া ইরানের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স। প্রতিষ্ঠানটি পশ্চিম এশিয়ায় ১২তম অবস্থানে রয়েছে।
পশ্চিম এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ২৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এছাড়া বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের মোট সাতটি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করেছে। এই র্যাঙ্কিংয়ে তেহরান মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটি, শহীদ বেহেস্তি মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটি, শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারবিয়েত মোদারেস ইউনিভার্সিটি, মাশহাদের ফেরদৌসী ইউনিভার্সিটি, ইসফাহান টেকনোলজি ইউনিভার্সিটি, ইরান সায়েন্স অ্যান্ড টেকনোলজি যথাক্রমে ৫৩৯তম, ৬৫৬তম, ৮২৬তম, ৯০৮তম, ৯১৫তম ও ৯১৬তম অবস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।