মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ার সেরা অভিনেতা ইরানের ফারোখনেজাদ  

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২২ 

news-image

সেপ্টিমিয়াস পুরস্কারের এশীয় বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইরানি অভিনেতা হামিদ ফাররোখনেজাদ। ‘মেজর’ ছবির জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।ইরানি চলচ্চিত্র নির্মাতা এহসান আবদিপুর পরিচালিত ‘মেজর’ চলচ্চিত্রে বুশেহরের একজন ব্যক্তির গল্প তুলে ধরা হয়েছে। সে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তার ছেলের জন্য দায়িত্ব বোধ করে।আবিদপুরের সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আকবর ওদুদ, ইরাজ সাগিরি, আরাশ মালেকি, ফরফ গাজাবাগলি, রামতিন বালেফ, হামিদ বাঘাকি, আব্বাস বক, গোলামরেজা ফারজাদে, আসগর জাভাদি, হোসেন ঘোফলি, আব্বাস জাভাদি, দারিউশ ঘারিবজাদে।সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডস ২০২২ সালের ৭জুন নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।