এশিয়ার ছয় দেশে ন্যানোপ্রযুক্তি রপ্তানি কেন্দ্র স্থাপন ইরানের
পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২১

এশিয়ার ছয়টি দেশে ন্যানোপ্রযুক্তি পণ্যের রপ্তানি কেন্দ্র স্থাপন করেছে ইরান। শনিবার ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের প্রধান সাইদ সরকার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরাক ইরানের ন্যানোপ্রযুক্তি পণ্য ও সেবা গ্রহণ করছে। ইরানের তৈরি ন্যানোপ্রযুক্তি পণ্য বর্তমানে বিশ্বের পাঁচ মহাদেশের ৪৯টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান তিনি। খবর ইরনার।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে সময়ের ব্যবধানে শিল্পের দশটি ক্ষেত্রে মোট ৭২৫টি ন্যানোপ্রযুক্তি পণ্য উৎপাদন হচ্ছে তার দেশে। সূত্র: তেহরান টাইমস।