শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান হ্যান্ডবলে কুয়েতকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২০ 

news-image

২০২০ এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক কুয়েতকে হারালো ইরান। সোমবার প্রতিপক্ষকে ২৮-২৪ পয়েন্টে হারিয়ে জয় ঘরে তোলে ফার্সি স্কোয়াড।

ইরানের জাতীয় দল টিম মেল্লি গ্রুপ ২ তে মঙ্গলবার কাতারের বিরুদ্ধে এবং বুধবার কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে।

গ্রুপ ১ তে রয়েছে বাহরাইন, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে গ্রুপ ২ তে ইরানের সাথে রয়েছে কাতার, দক্ষিণ কোরিয়া ও কুয়েত।

২০২০ এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এবারের ১৯তম পর্ব এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। কুয়েতের কুয়েত সিটিতে ১৬ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।